২ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধী
https://www.youtube.com/watch?v=3s5I0xw2OWE
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লীতে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সংবর্ধনা সভায় বলেছেন আগামী তিন বছর সরকার ঘরে বাইরে জরুরী প্রস্তুতি নিয়ে রাখবে। তিনি বলেন যুদ্ধ শেষ হয়েছে এমন বলা যায় না তাই জনগন ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। নিত্য নতুন হুমকি যদিও আসছে এবং আলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন অন্য কারো সাহায্য না নিয়ে তার দেশ একাই বাংলাদেশ পুনর্গঠনে সক্ষম। তিনি বলেন ১৪ দিনের যুদ্ধে ভারতের জনগন যে একতা ও শৃঙ্খলা বোধের পরিচয় দিয়েছে তা অব্যাহত রাখার জন্য আবেদন জানান। তিনি বলেন চীন ভারতকে বৃহৎ শক্তি হিসেবে বর্ণনা করেছে কিন্তু তারা এখনো জানে না বড় ও ছোট শক্তির দিন আর নেই। আমি সবাইকে পরিস্কার জানিয়ে দিতে চাই ভারত কখনো বৃহৎ শক্তি হতে চায় না। ভারত কাউকে আক্রমনের নীতিতে বিশ্বাস করে না। আমরা সবার সাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। তিনি বলেন গত ৯ মাসে ভারত একাই ১ কোটি শরণার্থীর ভরণ পোষণ করছে আর এ সময় ভারতের নাগরিক গন সময়োচিত আদর্শ নাগরিকের পরিচয় দিয়েছে।