১ জানুয়ারী ১৯৭২ঃ সরকারী ব্যবস্থাপনায় শরণার্থী পুনর্বাসন শুরু
ভারতে আশ্রিত বাংলাদেশের শরণার্থীদের বহনকারী দুটি বিশেষ ট্রেন আজ বনগাঁও ও ২৪ পরগনা থেকে যশোরের উদ্দেশে যাত্রার মাধ্যমে সরকারীভাবে শরণার্থী পুনর্বাসন শুরু হয়েছে। প্রতি ট্রেনে ২০০০ করে শরণার্থী বহন করে আনা হচ্ছে। এসকল শরণার্থীদের গন্তব্য বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলীয় জেলা সমুহ। ভারতীয় পূর্ব রেল উত্তরের দিক থেকেও একটি ট্রেন খুলনার পথে শরণার্থী বহন করে আনছে। ভারতের পুনর্বাসন মন্ত্রী খাদিলকার ৩০ ডিসেম্বর পুনেতে বলেছেন শরণার্থী প্রত্তাবাসন প্রক্রিয়া মার্চ নাগাদ শেষ হবে। আমরা তাদের ৮ দিনের রেশন ও কিছু অর্থ দিব। এর বাহিরে যে সাহায্য তাদের দেয়া হবে তা সরকার টু সরকারের মাধ্যমে হবে। তিনি বলেন জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তা সত্ত্বেও তাদের এ কাজে এগিয়ে আসতে হবে।
নোটঃ রঙ্গিন ছবি ইউনিসেফ নির্মিত ফুটেজ থেকে নেয়া।