৩১ ডিসেম্বর ১৯৭১ঃ মানিকগঞ্জে মুজিব বাহিনীর জনসভা
ঢাকার মানিকগঞ্জে মহকুমা মুজিব বাহিনী আয়োজিত জনসমাবেশে ১০০০০ লোক উপস্থিত হয়। সভায় উপস্থিত এবং বক্তব্য রাখেন স্থানীয় মোসলেম উদ্দিন খান হাবু মিয়া এমএনএ, খোন্দকার মোজাহারুল হক এমপিএ, আবুল খায়ের এমপিএ, সিদ্দিকুর রহমান এমপিএ, মানিকগঞ্জ মুজিব বাহিনী প্রধান মফিজুল ইসলাম, আসম রব, আব্দুল কুদ্দুস মাখন, — হোসেন বাদল, সায়েদুর রহমান। সভায় আসম রব বলেন ছাত্রলীগ মানুষের সাথে কখনো বেইমানী করেনি। তবে ছাত্রলীগ ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক সমাজবেবস্থা কায়েম ছাড়া খান্ত হবে না। তিনি অলেন শেখ মুজিবের মুক্তি ছাড়া তারা অস্র সমর্পণ করবে না। আব্দুল কুদ্দুস মাখন বলেন শহীদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। তিনি বলেন দুঃশাসন ও শোষণ মুক্ত সমাজ বেবস্থা কায়েম ছাড়া জনসাধারন স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পারবে না। মানিকগঞ্জের অপর এমএনএ দালালীর জন্য পলাতক আছেন।