৩১ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসঙ্ঘের বিশেষ দুত
জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দুত জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল জেনেভা অফিস ওয়িন্সপিয়ার গুইচারডি নয়াদিল্লী থেকে ঢাকা পৌঁছেই আজ পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে বঙ্গভবনে দেখা করেছেন। তার সাথে তার সহকারী ক্রিক জনসন ঢাকা এসেছেন। বিকেলে তিনি পররাষ্ট্র সচিব আবুল ফাতেহ এর সাথে দেখা করেন। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের সাথে দেখা করেছেন।