২৫ মার্চ ১৯৭১ঃ দৈনিক পাকিস্তান প্রকাশনা
দৈনিক বাংলা ১৯৭৪ সনে প্রকাশ করে যে তারা ১৯৭১ সনের ২৬ মার্চ সংখ্যাটি সকল প্রতিকুলতা অতিক্রম করে প্রকাশ করেছিল কিন্তু হানাদার বাহিনীর বিভিন্ন মুখী তৎপরতার কারনে তা আর বিলি পর্যায়ে যেতে পারেনি। ১৯৭৪ সালে তারা পত্রিকাটির শিরোনাম আর মূল বিজ্ঞাপন বাদ দিয়ে তার প্রথম পৃষ্ঠা ছাপায়। দৈনিক পাকিস্তান তখন সরকারী প্রেস ট্রাস্ট এর একটি প্রকাশনা ছিল। সেনাবাহিনী ঢাকার বিভিন্ন পয়েন্টে আক্রমন সত্ত্বেও পত্রিকাটি ছাপায় চলে যায়।