সংগ্রামের নোটবুক
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ ওয়েবসাইটে স্বাগতম।
আপনি যদি মোবাইলে থাকেন তবে উপরে ডানে তিনটি দাগ দেখতে পাবেন। সেটিই মেন্যু। মেন্যু থেকে বিভিন্ন অপশন ও ক্যাটাগরি তালিকা দেখা যাবে। সংগ্রামের নোটবুক একটি অলাভজনক অবাণিজ্যিক বিজ্ঞাপনমুক্ত ডোনেশনমুক্ত স্বেচ্ছাশ্রমে গড়া প্রচেষ্টা। এবং তথ্য পড়তে কোন রেজিস্ট্রেশন লাগেনা।
সংগ্রামের নোটবুক কোন দল, প্রজেক্ট বা সরকার সংশ্লিষ্ট ওয়েবসাইট নয়। এটি ব্যক্তি উদ্যোগ। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণার জন্য একটি অলাভজনক অবাণিজ্যিক স্বেচ্ছাশ্রমে গড়া প্রচেষ্টা। এর সকল নথি-পত্রিকা-দলিল-সংকলন-বই থেকে নেয়া তথ্য-ছবি-ভিডিও শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার্য।
সংগ্রামের নোটবুকে সংগৃহীত পোস্টগুলো দলিলভিত্তিক। অর্থাৎ বিভিন্ন বইপত্র, পত্রিকা, ছবি, ভিডিও ইত্যাদি থেকে অবিকৃতভাবে গবেষণার কাজের জন্য রেফারেন্সসহ রাখা হয়েছে। এখানে নিজস্ব কোন মতামত দেয়া হয়নি। সেকারণে তথ্যগুলো অবশ্যই একাধিক দলিল থেকে ভেরিফাই বা যাচাই করে নেবেন।
নতুন প্রজন্মের অসংখ্য তরুণ-তরুণী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণায় আগ্রহী হলেও তথ্যক্লান্তির যুগে কোন জিনিস কোথায় আছে তা জানাই কষ্টসাধ্য। তাছাড়া সকল দলিলের কাছে পৌঁছানোর মত সুযোগ-সুবিধা অনেকের নেই। অনেকের আর্থিক সামর্থ্য নেই বা এগুলো কোথায় গেলে পাবো, এখন সেখানে আছে কিনা, একসেস বা প্রবেশাধিকার পাওয়া যাবে কিনা, লিখিত আবেদন করে অপেক্ষা করতে হবে কিনা তা জানা নেই। আবার এসব সংগ্রহ করতে বের হবার মত পর্যাপ্ত সময়ও অনেকের হাতে নেই। অনেকেই দেশের বাইরে থাকায় আর্কাইভে ফিজিক্যালি যাবার সুযোগ কম। সেইসব দামাল ছেলে-মেয়েদের জন্যই আমাদের এই স্বেচ্ছাশ্রম নিবেদিত।
কপিরাইট সমস্যা যাতে না হয় সেকারণে সকল লেখা শুধুমাত্র ‘only Readable’, ‘non-downloadable’ ও ‘non-clickable’ রাখা হয়েছে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা দেশ গড়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। কারণ এর অভাবে প্রজন্ম দেশকে জানতে পারবেনা; বাঙালীর সংগ্রাম-ত্যাগ-বীরত্ব জানতে পারবেনা; এবং নীতি, নৈতিকতা, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এগুলো থেকে দূরে সরে যাবে। এবং কষ্টে অর্জিত স্বাধীনতার ব্যার্থতার দায় তখন সবাইকেই নিতে হবে। এমতাবস্থায়, মুক্তিযোদ্ধাদের সেই অসম্পূর্ণ কাজটি এখন আপনার হাতে সমর্পিত। তাই, আপনার কলমেই সংরক্ষিত থাকুক মুক্তিযুদ্ধ, আপনার কলমেই দূর হোক ইতিহাস বিকৃতি।