You dont have javascript enabled! Please enable it!
বুড়িগঙ্গা নদীরে
মুক্তিযুদ্ধের সময় দেশ-বিদেশে বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গান রচিত হয়েছে তার কিছু কিছু এখনও আমাদের উদ্বেল করে। কিন্তু কী পরিমাণ গান রচিত হয়েছিল তার হিসেব কখনও করা হয়নি। অথচ, প্রতিটি গানই সে সময় প্রণােদনা যুগিয়েছে মানুষকে। এরকম একটি গান উদ্ধৃত করছি। আগরতলার সুবিমল ভট্টাচার্য মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়ে একটি গান লিখে ফেললেন লােক গীতি অনুসরণে গানটি গেয়েছিলেন অমর পাল। রেকর্ডটি প্রকাশ করেছিল হিন্দুস্থান রেকর্ড। ভাটিয়ালি সেই গানটির কথাগুলি ছিল –
 
বুড়িগঙ্গা নদীরে তাের বুকে ডিঙ্গা আমি ক্যামনেরে ভাসাই।
পানি যে তাের রক্তে রাঙা বৈঠো কান্দে তাই।
বিদেশ থাইক্যা আইলাে দুশমন শাসন করার ভানে।
দ্যাশের মানুষ দ্যাশেই মরে
বন্দুকে কামানে
তারা মায়ের বুকে কুরবান হইয়া
গাঙ্গে পাইল ঠাই।
আল্লারে এই কি তাের বিচার
এই কি ফরমান।
কোন দোষেতে মরে লক্ষ মুজিবর রহমান?
ডিঙ্গা আবার যা ভাইস্যা যা।
আমার চোখের জলে ফিরা আইবি এই কূলে তুই।
এদেশ স্বাধীন হইলে পারি না আর বাইতে বৈঠা।
দিশা যে হারাই ॥
অমর পাল সুবিমল ভট্টাচার্যের লেখা আরেকটি গান গেয়েছিলেন। তাও প্রকাশ করেছিল হিন্দুস্থান রেকর্ড। এর শিরােনামে ছিল ইয়াহিয়ার পাঁচালী ।
====
References:
সুবিমল ভট্টাচার্য, মুক্তিযুদ্ধের সংস্কৃতি চর্চা, স্মরণিকা ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব, ২০০১
ভিনদেশিদের মুক্তিযুদ্ধ – মুনতাসির মামুন
Photo: Indira Gandhi serving food to the Bengali refugees.
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!